স্বাধীনতার ৭০ বছর আর আমরা

বাঃ, স্বাধীন ভারতের বয়স 70 বছর হয়ে গেল। কত পরিণত হয়ে গেল আমাদের দেশ তাই না? মিথ্যে, আমরা অপরিনত ছিলাম, আছি ও থাকব।  কি বিচিত্র দেশ আমাদের ভারতবর্ষ, বিশ্বের টপ ডেঞ্জারাস দেশগুলোর লিস্টে আমরা সব সময় উপরের দিকে থাকব আর অলিম্পিক মেডেলের লিস্টে সবচেয়ে নীচে, ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ পেলে মাথায় তুলে নাচব আর কবাডির ওয়ার্ল্ড কাপ জয়ীদের ট্রফি হাতে বাড়ী ফেরার অটো খুঁজতে হবে। স্বাধীনতার এত বছর পরও সরকার সব দেশবাসীর মুখে অন্ন তুলে দিতে পারল না, কিন্তু তেলা মাথায় তেল দিতে কার্পণ্য করে না; এই দেশেরই অনেকের নাম বিশ্বের সেরা ধনীদের তালিকায় আছে। 530 million dollars খরচ করে নাকি শিবাজীর মূর্তি বানানো হচ্ছে, statue of unity র খরচ 3000 কোটি টাকা... এ তো গেল দুটো statue র কথা, সারা ভারত এ এতবেশি না হলেও এমন নজির আরো কত আছে... অথচ এই দেশের 22-23 শতাংশ মানুষ নাকি দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে। এটা এমন একটা দেশ যেখানে আমরা স্কুলে শিখতে যাই না, কোন কোন চ্যাপ্টারগুলো মুখস্ত করতে হবে শুধু সেটা জানতে যাই। তবে হ্যাঁ, সরকার আমাদের উপকারের জন্যে অনেক ব্যাবস্থা করেছে, আমাদের জন্যে বড়ো বড়ো লাইনের ব্যাবস্থা করে আমাদের ধৈর্যশীল হতে শিখিয়েছে, ভাঙাচোরা রাস্তা না সারিয়ে আমাদের রোজ ফ্রীতে ব্যায়াম করার ব্যাবস্থা করে দিয়েছে.... আর ওহ্ সরি ভুলেই যাচ্ছিলাম the great indian circus দেখার ব্যাবস্থা করে দিয়েছে। বুঝতে পারলেন না তো? আরে Reservation System এর কথা বলছি, সবাই আগে খেয়ে যাও, তারপর যা এঁটো-কাঁটা পড়ে থাকবে সেটা general -দের। আমারও কম যাইনা, রাস্তার ধারগুলো নিজেরাই বিনা পয়সার পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছি, আর দেওয়াল দেখলেই আমাদের সহজাত চিত্রকর সত্তা জেগে ওঠে এবং আমরা পিক্ ফেলে দেওয়াল সুন্দর করে লাল করে দি।
.
আবার অন্য দিকে আছে আরও কিছু মানুষ যারা দেশকে রক্ষা করতে সীমান্তে অতন্দ্র প্রহরা দিচ্ছে, আমাদের মধ্যেই আছেন কৈলাস সত্যার্থী; আছেন সূর্য প্রকাশ রাই, সুরেশ আদিগা, রিচা সিংহ, চিউয়াং নরপেল, যাদব পায়েং, প্রীতি পাঠেকারদের মত কিছু মানুষ যারা সাধারণ হয়েও অসাধারণ। আমরা কি পারিনা এঁদের মত হতে? অনেক তো হল বছরের ২টো দিনের দেশভক্তি, এবার অন্তত Made in China তিরঙ্গা না নড়িয়ে আমাদের মধ্যের অচলায়তনটাকে নাড়াই। না হলে "ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে" -র স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে।
জয় হিন্দ।। (স্মরচিত)

Comments

Popular posts from this blog

Pujo blog - 01 (Naktala Udayan Shangha)

How to Create Colourful Posts in Facebook